নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৪:৫৬। ২৩ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জানুয়ারি ২০, ২০২৬ ৩:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, রাজশাহীর আয়োজনে বিভাগের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ৫৪তম শীতকালীন ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হকি, ব্যাডমিন্টন, টেবিলটেনিস, সাইক্লিং ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মশাল প্রজ্বলন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই প্রতিযোগিতায় বিভাগের আটটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত সহস্রাধিক শিক্ষার্থীরা তাদের ক্রীড়া প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, শারীরিক সক্ষমতা এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালীন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক।

আরও পড়ুনঃ  সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ শরীর ও মন গঠনের পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হকি, ব্যাডমিন্টন ও টেবিলটেনিসের মতো দলীয় ও ব্যক্তিগত খেলাগুলো দলগত সহযোগিতা ও কৌশলগত চিন্তাশক্তি বাড়ায়। অন্যদিকে সাইক্লিং ও অ্যাথলেটিক্স শিক্ষার্থীদের সহনশীলতা, গতি এবং লক্ষ্যনিষ্ঠতা উন্নত করে, যা ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন ও গুলি উদ্ধার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। তিনি বলেন, খেলাধুলার মাঠে জয়-পরাজয় থাকবেই—এটাই প্রতিযোগিতার সৌন্দর্য। সবচেয়ে বড় সাফল্য হলো অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানো। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহা. আবদুর রশিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়াচর্চাকে আরও গতিশীল করে তোলে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানবোধ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  ‘বিয়ের কোনো পরিকল্পনা নেই’

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও হকিতে দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যাডমিন্টন ও টেবিলটেনিসে একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে। সাইক্লিং ও অ্যাথলেটিক্সে বিভিন্ন দূরত্ব ও ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেবে। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, রাজশাহীতে শুরু হওয়া ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষাঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ক্রীড়াবান্ধব সমাজ গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।