
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শোক দিবসের কর্মসূচি থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের স্মরণ করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন হয় এই বিভাগীয় শহরে। সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন-রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সেখানে পুলিশের রাজশাহী রেঞ্জের...
Developed by BDITHOST