স্টাফ রিপোর্টার : সড়কে দুর্ঘটনার হার নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপির) ট্রাফিক বিভাগের এই বৈঠক অনুষ্ঠিত হয়। আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। সভাপতিত্ব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য অধ্যাপক চৌধুরী সরোয়ার জাহান। সভায় পুলিশ কমিশনার বলেন, শহরে ইজিবাইক ব্যবস্থাপনা ও ইজিবাইক চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী। সমন্বিতভাবে কাজ করলে সকলের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যাবে। যার ফলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।...
Developed by BDITHOST