
স্টাফ রিপোর্টার: রাজশাহীর ‘মসজিদপট্টি’ এলাকায় এক টাকার বিনিময়ে খাবার বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া এমন পোস্টের পর শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই দাবি করছেন, রাজশাহীতে এ নামে কোন জায়গাই নেই। বিদ্যানন্দ মিথ্যা বলছে। তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীতে ‘মসজিদপট্টি’ আছে এবং সেখানে বিদ্যানন্দ খাবারও বিতরণ করেছে। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম মোড় থেকে পূর্ব দিকে এগিয়ে গেলেই ছোটবনগ্রাম পূর্বপাড়া। এই মোড় থেকে কিছুটা পূর্বে এগিয়ে গেলেই রয়েছে একটি বস্তি। এই স্থানটির নামই ‘মসজিদপট্টি’। এটি সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড। কেউ চৌধুরীপাড়া মসজিদপট্টি আবার কেউ ছোটবনগ্রাম পূর্বপাড়া মসজিদপট্টি হিসেবে স্থানটিকে চেনেন। ‘এক টাকায় আহার’ নামের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার কয়েকটি ছবি পোস্ট করা হয়। খাবার বিতরণের এই স্থানটির ঠিকানা জানাতে লেখা হয়, ‘৪ মে ২০২৩, মসজিদপট্টি, চন্দ্রিমা থানা,...
Developed by BDITHOST