স্টাফ রিপোর্টার: ‘জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’’ এই স্লোগানে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন ও জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। মানববন্ধনে বক্তারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারও উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও...
Developed by BDITHOST