
স্টাফ রিপোর্টার : বাংলা প্রথম পত্রের মধ্যেদিয়ে রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এবছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৫৮ হাজার ২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৬২ হাজার ২২৩ জন ও ছাত্রী ৯৯ হাজার ৫৭৯ জন। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থী সবুজ আহমেদ...
Developed by BDITHOST