নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। দুপুর ১:২৮। ২৬ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আহত ৯

আগস্ট ২৬, ২০২৫ ১১:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

তিনি জানান, সেনাবাহিনীর ক্যাম্প বাকশিমইল গ্রামেই অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৩

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত সেনাসদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি এখনও খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।