স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি। উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার ও শ্রেণিকক্ষে অমনোযোগিতা বাড়ছে। অনেকেই ক্লাস চলাকালীন মোবাইলে ব্যস্ত থাকেন; কেউ গেমস, রিলস ও টিকটকে আসক্ত হয়ে পড়ছেন। এতে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউএনও’র নির্দেশনার পরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মামুন বলেন, “সন্তানদের...
Developed by BDITHOST