স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিকে হত্যা করে বদলা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন- জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামে তাদের বাড়ি।
র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল বৃহস্পতিবার দুপুরে হোজা অনন্তকান্দী এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৪ মে ওই এলাকায় পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় হাসিবুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলি নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।
গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তাঁর ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের কমপক্ষে ৩০-৩৫ জন লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।
র্যাব জানিয়েছে, ঘটনার তদন্তে এ তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।