নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১০:১৭। ১ জুলাই, ২০২৫।

রাজশাহীতে ১৫ দিনে ৩০ করোনায় আক্রান্ত : প্রস্তুত হাসপাতাল

জুন ১২, ২০২৫ ৫:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গত ১৫ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কারও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবুও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রস্তুতি নিয়েছে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে।

সংশ্লিষ্টরা জানান, এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঁচ থেকে ১০টি নমুনা পরীক্ষা হচ্ছে। কখনো কখনো নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে যাচ্ছে ২৫টি পর্যন্ত। গেল ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২ জুন একদিনেই ১৫টি নমুনার মধ্যে চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জনের শরীরে ভাইরাস পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বাগমারার গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা

হাসপাতালে কেউ ভর্তি না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ দল, যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘সবার উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া ঠান্ডা-সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে।’

আরও পড়ুনঃ  পাবনায় চাঁদা না দেওয়ায় ভাগনের বাড়িতে আগুন দিলেন মামা

তিনি আরও জানান, বর্তমানে রামেক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ডসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আতঙ্কের কোনো কারণ নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে বড় ধরনের ঝুঁকি দেখা যাচ্ছে না।’

আরও পড়ুনঃ  তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

তবে তিনি জানান, ভারতের কিছু সাব-ভেরিয়েন্ট নিয়ে সতর্কতা জরুরি। সীমান্তবর্তী অঞ্চলে সরকার বাড়তি সচেতনতা অবলম্বন করতে পারে বলেও আশা প্রকাশ করেন অধ্যক্ষ ফয়সল আলম। তিনি বলেন, ‘সঠিক পদক্ষেপ নেওয়া হলে সংক্রমণ আবার মহামারি আকার ধারণ করবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।