স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: মেহেদী হাসান (৩২) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার মো: আ: রাজ্জাকের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৩০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই রিমন হোসাইন ও তার টিম রাত পৌনে ৯টায় মতিহার থানার কাজলা এলাকার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তরকৃত আসামি জানায়, উক্ত ইয়াবা গুলো বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো। উল্লেখ্য গ্রেপ্তরকৃত মেহেদীর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ২টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।