স্টাফ রিপোর্টার : ৯ অক্টোবর দুপুর সাড়ে তিনটায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন চাঁন্না সাকুর মোড়ে লাল্টু ভ্যারাইটিস স্টোর দোকানের সামনে ২ কেজি গাঁজাসহ মোঃ লাল্টু (৪৮) ও মোঃ শাকিবুল ইসলাম (২১) কে গ্রেফতার করে। র্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মোঃ লাল্টু কাশিয়াডাঙ্গা থানাধীন পূর্ব রায়পাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন পল্টু এবং মোঃ শাকিবুল ইসলাম কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আসলাম আলী। তবে শাকিবুল বর্তমানে দূর্গাপুর থানার নান্দীগ্রামে বসবাস করছে।” র্যাব আরও জানায়, “গ্রেফতার আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।” গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Developed by BDITHOST