নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৪:০৫। ১৩ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নভেম্বর ১৩, ২০২৫ ২:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : বুধবার ১২ নভেম্বর সন্ধ্যা ৫:৪৫ মিনিটে রাজশাহী নগরীর পবা থানাধীন নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আজমালকে গ্রেফতার করে র‍্যাব-৫। এবং তার কাছে থাকা ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪ পিচ ইয়াবা ও ২টি মোবাইল উদ্ধার করে।

মাদক ব্যবসায়ী আজমাল রাজশাহীর মোহনপুর উপজেলার তাহেরপুর পাকুরিয়া গ্রামের মৃত বাদশা আলী ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পবা থানাধীন নওহাটা বাজার নামক এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আজমলকে গ্রেফতার করে এবং তার নিকট থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৪ পিচ ইয়াবা উদ্ধার করে।

র‍্যাব-৫ আরও জানাত আসামি আজমল এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রয় করে।

আসামির বিরুদ্ধে নগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।