
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৪০ জন অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবা ভবনের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে তাদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। নানা রোগে আক্রান্ত রোগিদের প্রত্যেককে অনুষ্ঠানে তিন হাজার টাকা করে দেওয়া হয়। মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী জেলায় একটি ফিজিওথেরাপী সেন্টার ও একটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সমাজের অসহায় রোগিদের সেবা দিয়ে আসছে আশা। এছাড়াও রাজশাহী জেলায় ৩৪৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ঝড়েপড়া শিশুদের শিক্ষা প্রদানসহ সেবামূলক নানা কার্যক্রম চলছে। আশার রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এসএম রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল ও আশার প্রধান কার্যালয়ের...
Developed by BDITHOST