
স্টাফ রিপোর্টার : ট্রেনে হারানো ব্যাগ খুঁজতে গিয়ে ধাক্কা লাগলে পুলিশ সদস্য গোলাম কিবরিয়া আগে এক নারী খেলোয়াড়কে চড় মারেন। থামতে বললে কলার ধরে চড় মারেন আরেক পুরুষ খেলোয়াড়কে। তার এমন আচরণ দেখে খেলোয়াড়েরাও তাকে মারেন। এতে তাঁর নাক ফেটে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশনের রোববার দুপুরের ঘটনার এ রকমই বর্ণনা দিচ্ছেন খেলোয়াড়েরা। সোমবার সকালে ১৪ থেকে ১৭ বছর বয়সী পাঁচ খেলোয়াড় রাজশাহীর আদালতে জামিন নিতে গিয়ে ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এমন বর্ণনা দিয়েছেন। আদালত এই পাঁচ খেলোয়াড়কে মামলার পুলিশের প্রতিবেদন না আসা পর্যন্ত জামিন দিয়েছেন। তাঁরা জামিনে থাকাকালীন সময় সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা তাদের দিকে খেয়াল রাখবেন। তাঁকেও খেলোয়াড়দের আচরণ সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ...
Developed by BDITHOST