
স্টাফ রিপোর্টার: আগামী ২১ জুন রাজশাহী সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করেছে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। শুক্রবার (৯ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ ইসমত আরা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। সভাটিতে প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। সভায় প্রধান অতিথির বক্তব্যে শারমিন সুলতানা লিলি বলেন, নৌকার বিকল্প কিছু নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে হবে। রাজশাহীবাসীর উন্নয়নের জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট...
Developed by BDITHOST