
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসান শাওন। রোববার বিকেলে লোহাগাড়ার চুনতি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত শাওন নাটোর জেলার সিংড়া থানার পারসাঐল শেখ পাড়া এলাকার আতাউর রহমানের ছেলে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে ঘটে যায় প্রাণঘাতী এই দুর্ঘটনা। রাজশাহী থেকে আগত বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি ভ্রমণে যান বান্দরবন, সাজেক ও কক্সবাজারে। আজ কক্সবাজার থেকে ফিরছিলেন রাজশাহী। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তাদের সহযাত্রী সাকিবুল হাসান শাওন। দুর্ঘটনার পর সঙ্গে থাকা সফরসঙ্গীরা দ্রুত তাকে আহত অবস্থায় নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে শাওনকে মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, প্রথমে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান শাওন। এরপর...
Developed by BDITHOST