নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৭:০৭। ২০ অক্টোবর, ২০২৫।

রাজশাহীর গণসমাবেশ সফল করতে মহিলা দলের লিফলেট বিতরণ

নভেম্বর ২০, ২০২২ ৬:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেছে মহানগর মহিলা দল। রোববার সকাল বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যলায়ের সামনে থেকে শুরু করে স্বর্ণপট্টি, সমবায় মার্কেট, কাপড়পট্টি, সাহেববাজার, কাঁচাবাজার ও মাছপট্টি এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময়ে তারা বিএনপির গণসমাবেশ সফল করতে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষকেও সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় নগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি প্রমুখ উপস্থিত ছিলেন।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।