
স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলের গাঁজার ‘চাহিদা’ মেটাচ্ছে কুড়িগ্রাম। ভারতীয় সীমান্তবর্তী এ জেলা দিয়ে মণের পর মণ গাঁজা ঢুকছে বাংলাদেশে। এর একটি অংশ আসছে রাজশাহী বিভাগের আট জেলায়। গাঁজা পাচার করে আনার সময় মাদক কারবারিরা নানা কৌশল অবলম্বন করছেন। কখনও কখনও দামি দামি সব গাড়িতে সরকারী সংস্থার স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজশাহীতে যে সমস্ত গাঁজার চালান জব্দ করেছে তার প্রায় প্রতিটিই এসেছে কুমিল্লা ও কুড়িগ্রাম থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা কিছুদিন ধরে কুড়িগ্রাম থেকে আসা একের পর এক চালান জব্দ করছে। সবশেষ সোমবার ছয় মণ গাঁজার একটি চালান জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি দল সকাল ৭টার দিকে নাটোরের...
Developed by BDITHOST