
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মাদার ল্যান্ড হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে নাজমুল শাকিব নিজ বাসায় কলগার্ল নিয়ে অনৈতিক কাজ করার সসয় মাদকসহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর বড় বনগ্রাম এলাকা থেকে ওই চিকিৎসকের ছেলেকে নারী ও মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবকের নাম নাজমুস সাকিব (২৮)। তিনি নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো : ইউসুফ আলী এবং রাজশাহীর গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকার ছেলে । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় বনগ্রাম এলাকায় ডা: ফাতেমা সিদ্দিকার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাকিবকে নারী ও মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় সাকিব একটি নারীর সাথে ওই বাসায় তিন তলার একটি রুমে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলো বলে জানা গেছে। গ্রেফতারের সময় সাকিবের রুম...
Developed by BDITHOST