
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে যাওয়ার একদিন পর দুই বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরেই পাওয়া যায় দুজনের মরদেহ। এ দুজন হলেন- নগরীর মেহেরচণ্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়েম (১৯) এবং দরগাপাড়া এলকার মৃত গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। দুজনেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে শ্রীরামপুর এলাকায় ভেসে ওঠে সায়েমের মরদেহ। পরে দুপুর ১২টার দিকে ডুবুরিদল উদ্ধার করে রিফাতের মরদেহ। শনিবার একই সাথে গোসল করতে নেমে পদ্মায় নিখোঁজ হয়েছিলেন তারা। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ জন শিক্ষার্থী শ্রীরামপুর এলাকায় পদ্মার...
Developed by BDITHOST