
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে ডুবে যাওয়ার একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর আড়াাইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার পদ্মা নদী থেকে প্রথমে ইসতিয়াক হোসেন সিয়ামের (১২) মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর বিকালে সজীব হোসেনের (১২) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাজশাহী মহানগরীর সাতবাড়িয়া এলাকায় বিয়ে বাড়িতে এসে পদ্মা নদীতে গোসল করতে নামে এই দুই শিশু। ইসতিয়াক হোসেন এসেছিল তার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে। আর সজীব হোসেন এসেছিল চাচাতো বোনের বিয়েতে। বরযাত্রী আসার আগেই বিয়ে বাড়িতে শোক নেমে আসে দুই শিশু তলিয়ে যাওয়ার কারণে। পরে বরযাত্রী এলে শুধু বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কনে নিয়ে যায় বরপক্ষ। ডুবে মারা যাওয়া দুই শিশুর মধ্যে সিয়াম নগরীর চরশ্যামপুর মহল্লার রিকশাচালক শুকুর আলীর ছেলে। আর সজীব...
Developed by BDITHOST