নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। ভোর ৫:০৫। ২২ মে, ২০২৫।

রাজশাহীর পবায় ‘চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

মে ২১, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জনসচেতনতামূলক, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত ‘চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১০.৩০টায় পবা উপজেলার পারিলা ইউনিয়নের অন্তর্গত খড়খড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতায় প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নন্দন কুমার সরকার। ‘চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতায় সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুস সালাম এবং মফিজুর রহমান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শুরুতে জনসচেতনতামূলক, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  বল পার্টনারে বাফুফের সাশ্রয় দেড় কোটি

জনসচেতনতামূলক, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা শেষে ৩ (তিন) জন বিজয়ী ছাত্র/ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দসহ একশতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।