এস এম অব্দুর রহমান,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ শাহিনুর খাতুন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ পুঠিয়ার সাংবাদিকবৃন্দু প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে আইন- শৃঙ্খলা, বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।