নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:১০। ৭ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত

জানুয়ারি ১, ২০২৬ ১১:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক উল্টে চাঁপা পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসা কলার হাটে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন কলা ব্যবসায়ীর ওপর বালু ও ট্রাকের অংশ চাঁপা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পুঠিয়া থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। মোট চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ঘটনাস্থলেই তিনটি মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, নিহতরা সবাই কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সকালে হাটে কলা কেনাবেচার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে বালুবাহী ট্রাকটি উল্টে পড়ায় তারা সরে যাওয়ার সুযোগ পাননি।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।
এদিকে দুর্ঘটনায় আহত পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলীকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, রাজশাহী-নাটোর মহাসড়কের ওই অংশে প্রায়ই কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি মহাসড়কের একেবারে পাশে নিয়মিত হাট বসায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। তারা হাটের নিরাপদ স্থান নির্ধারণ ও সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।