
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ৬ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকার পরিচালক মুহা. শিপলু জামান প্রধান অতিথি হিসেবে এবং সহকারী পরিচালক মো: আব্দুল আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পুঠিয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।...
Developed by BDITHOST