নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:৫৯। ১৫ আগস্ট, ২০২৫।

রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা

আগস্ট ১৫, ২০২৫ ১২:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরাঞ্চলের বন্যা কবলিত চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন দুটি উচ্চ বিদ্যালয়ের ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসতে না পারায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান জানান, বন্যায় চকরাজাপুর ইউনিয়নটির রাস্তা-ঘাটসহ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেকেই ক্লাসে আসতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ রাখতে ছুটি ঘোষণা করেছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেন, পানিবন্দি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ইতোমধ্যেই ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র খোলার ব্যাপারে কাজ চলছে। যেকোনো ধরনের দুর্যোগ থেকে বাঁচতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন

স্থানীয় সূত্র জানায়, গত ৫ দিনের বন্যায় ইউনিয়নটির প্রায় ১৭ শ’ বিঘা জমির আবাদি ফসলসহ গোচারণ ভূমি ও রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। পদ্মা ভাঙনের ঝুঁকিতেও রয়েছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর চারপাশে ৫০টি পরিবার। যাদের ঘরে পানি উঠেছে তারা মাচা করে থাকছেন আর অন্য জায়গায় রান্না করে আনছেন। এছাড়াও ওই ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাঘা উপজেলার প্রায় ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।