
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা সীমান্ত হতে ভারতীয় মদ এবং কীটনাশক আটক করেছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার ৫ নভেম্বর রাত্রি আনুমানিক ৩: ২০ হতে ৪:১৫ পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এবং সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর নামক স্থানে পৃথক ০২টি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০২টি প্লাষ্টিকের বস্তায় ১৯ বোতল ভারতীয় Old Monk মদ ও ১০ বোতল জেডি মদ এবং অপর ০২টি প্লাষ্টিকের বস্তায় ৩০ প্যাকেট ভারতীয় MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য বাঘা থানায় এবং কীটনাশক...
Developed by BDITHOST