নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৩২। ৩০ অক্টোবর, ২০২৫।

রাজশাহীর মোহনপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত

অক্টোবর ৩০, ২০২৫ ৭:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাইল হোসেন (৩০)। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শতফুল নামের একটি এনজিওর কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায় এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় আগুনে মোটরসাইকেলটি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং মরদেহ উদ্ধার করেন। নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।