নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৯:৩৪। ৭ নভেম্বর, ২০২৫।

রাজশাহীর রাজপাড়া সীমান্তে ঔষধ এবং প্রসাধনী সামগ্রী আটক

নভেম্বর ৭, ২০২৫ ৬:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর রাজপাড়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসার সময় ভারতীয় ঔষধ এবং প্রসাধনী সামগ্রী আটক বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার ৭ নভেম্বর আনুমানিক ১১:০৫ টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৬৪/২-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন আইবাধ নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৯৭৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ১৭ পিস বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করে ।

আটককৃত ঔষধ এবং প্রসাধনী সামগ্রী রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।