
স্টাফ রিপোর্টার: বৃহত্তর রাজশাহী অঞ্চলের লাখ লাখ শিশুর উন্নত চিকিৎসাসেবার লক্ষ্য নিয়ে নির্মাণ করা হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল। আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে ২০০ শয্যার হাসপাতালটির নির্মাণকাজ শেষ হবে আগামী মে মাসের মধ্যে। এরপর জুনেই চালুর আশা কর্তৃপক্ষের। পূর্ণাঙ্গ হাসপাতালটি চালু হলে পুরো অঞ্চলের শিশু চিকিৎসায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ জানুয়ারি রাজশাহী সফরে এসে আরো ২৪ প্রকল্পের সঙ্গে রাজশাহী শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পটিরও উদ্বোধন করেন। ওই সময় অবশ্য সীমানাপ্রচীর ও ভেতরের রাস্তাসহ কিছু কাজ বাকি ছিল। সেগুলো এখন জোরেশোরেই চলছে। নগরীর বহরমপুর এলাকার ২ দশমিক ৪৪ একর জায়গায় গড়ে উঠেছে বিশেষায়িত এ হাসপাতাল। সরজমিনে দেখা গেছে, ১০ তলা ভিতবিশিষ্ট চার তলা ভবনটির নির্মাণকাজ শেষ। এখন বাকি রঙের কাজ। সীমানাপ্রাচীরের কিছু অংশ এখনো...
Developed by BDITHOST