
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের কেশরহাট বাকশৈল এলাকায় গরুবাহী ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে। নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), একই উপজেলার সাকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও পাশর্^বর্তী বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের আজিবর রহমান (৪০)। এদের মধ্যে আজিবর গরু ব্যবসায়ী ছিলেন। জাহাঙ্গীর আলম ছিলেন অটোরিকশার চালক। আর আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী। আহতরা হলেন- অটোরিকশার যাত্রী মোহনপুরের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০) ও একই গ্রামের তৈয়বুর রহমান (৪৫), গরু ব্যবসায়ী বাগমারার গাঙ্গোপাড়া গ্রামের মো. আনসারুজ্জামান (৮০), জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মো. মামুন (৩৫)।...
Developed by BDITHOST