
স্টাফ রিপোর্টার: আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানোর ঘোষণা দিয়েছেন রাজশাহীর নেতারা। শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এই সমাবেশে ঢাকার সমাবেশ নিয়েই কথা বলেন স্থানীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। তিনি বলেন, ‘রাজশাহী থেকে সরকার হলুদ কার্ড দেখার যে আশা করেছিল, এই জনতা তা প্রমাণ করেছে। আপনাদের হলুদ কার্ড দেখিয়েছে। মাঠের তিনগুণ মানুষ বাইরে আছে। ১০ তারিখের ঢাকার সমাবেশে লাল কার্ড দেখাতে হাজির হবে। রাজশাহী আন্দোলনের সুতিকাগার। রাজশাহী থেকেই শুরু হলো। ঢাকায় গিয়ে সরকারের বিদায় ঘণ্টা জানাব।’ নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনার খেলা শুরু হয়ে গেছে। চট্টগ্রাম থেকে নতুন খেলা। আগামী ৩ তারিখে ঢাকায় হবে ফাইনাল খেলা। আমরা...
Developed by BDITHOST