
স্টাফ রিপোর্টার: রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সোমবার এই প্রজ্ঞাপনে সই করেন। গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ জুন দিবাগত রাতে নগরীর সাগরপাড়া এলাকায় আবুল হোসেনের ভাড়া বাসায় যান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। এ সময় তাকে অবরুদ্ধ করা হয়। লিমন এবং তার পরিবার এই নির্বাচনে নৌকার পক্ষে ছিলেন না বলে অভিযোগ আছে। লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন এই নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি জিতেছেন। লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসায় অবরুদ্ধ করা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের দাবি, মামার...
Developed by BDITHOST