নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৪৮। ২ জুলাই, ২০২৫।

রাজশাহীর হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

মে ২৬, ২০২৫ ৩:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরের হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানি ও র‌্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর জোনাকি রোড সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  ম্যানসিটির উৎসবের রাতে মেসি-রোনালদোদের রেকর্ড ভাঙলেন হালান্ড

রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।

আরও পড়ুনঃ  বাগমারায় খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও

র‌্যাব জানায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেফতারের পর তাকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।