স্টাফ রিপোর্টার: প্রথমেই শপথ নিতে হবে যে, কখনো আর কেউ কোনো অপরাধে জড়াবে না। বাড়ি গিয়ে মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বড়দের ভালো কাজের সঙ্গেও থাকতে হবে। মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে রাজশাহীর বিভিন্ন মামলার ৩৭ শিশু আসামিকে এসব ভালো কাজ করার আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা আগামী ছয়মাস এই শিশুদের পর্যবেক্ষণ করবেন। প্রতি দুই মাস অন্তর তিনি আদালতে প্রতিবেদন দিয়ে শিশুদের কার্যক্রম সম্পর্কে অবহিত করবেন। পরে তাঁর প্রতিবেদনের ভিত্তিতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। মঙ্গলবার সকালে রাজশাহীর শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন। ৩০টি মামলায় মোট ৩৭ শিশুর ব্যাপারে এ আদেশ দেন আদালত। শিশু-কিশোর আসামি বলে তাদের ভালো হওয়ার সুযোগ দিতে আদালত ব্যতিক্রমী এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন...
Developed by BDITHOST