নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:৩৯। ৯ মে, ২০২৫।

রাজশাহীসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

এপ্রিল ২৪, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রোববার (২৭ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন স্থানে সামান্য তাপমাত্রা হ্রাস এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী জেলায় তাপপ্রবাহ চলছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

সম্ভাব্য বৃষ্টিপাতের সময়সূচি: ২৫ এপ্রিল (শুক্রবার) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। ২৬ এপ্রিল (শনিবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।২৭ এপ্রিল (রোববার) আটটি বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের আভাস, ২৮ এপ্রিল (সোমবার) দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে; দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সামনের পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।