নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৪৭। ৩০ আগস্ট, ২০২৫।

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অক্টোবর ২১, ২০২৪ ৫:১৮
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: অদ্য ২১ অক্টোবর ২০২৪ সোমবার যথাযোগ্য মর্যদায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)‘র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সূচনা হয়। অত:পর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অংশ হিসেবে সকাল ১০:৩০ ঘটিকায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং আগত শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে ব্যানার ও প্ল্যাকার্ডসহ র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় ৫ দিন বাড়ল, পেছাবে ভোটের তারিখ

পরিশেষে যোহরের নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী কর্ণারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।