
স্টাফ রিপোর্টার : রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস্ ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার সন্ধ্যায় নগরীর মাস্টারশেফ রেস্তোরায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের নিরাপদ কর্মক্ষেত্র ও নগরীর বিভিন্ন সমস্যা এবং সম্ভ্যবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও করনীয় নিয়ে পরামর্শ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী এডিটরস্ ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সেক্রেটারি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, সদস্য ও সিনিয়ির সাংবাদিক এবং দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক শানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব। রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি (প্রচার ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত) শাহাদৎ হোসেনের...
Developed by BDITHOST