
স্টাফ রিপোর্টার : রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গণধ্বনি প্রতিদিন কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। সভায় সংবাদপত্র শিল্পের বর্তমান অবস্থা ও স্থানীয় সংবাদকর্মীদের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া রাজশাহী এডিটরস ফোরামের গঠণতন্ত্র চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভায় বক্তব্য রাখেন দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।
Developed by BDITHOST