স্টাফ রির্পোটার : আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে অংশ গ্রহণকারী ‘সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ নেতৃবৃন্দ রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী খন্দকার মিজানুর রহমান খোকন রাজশাহীর ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনে তাদের প্যানেল বিজয়ি হলে আগামী দিনে ব্যবসায়ীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন। রাজশাহীর সবকটি উপজেলাতে বনিক সমিতি কার্যকর করা এবং চেম্বার অব কমার্সে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানান তিনি। মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মো: শামসুর রহমান শান্তন ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এ কে এম সারোয়ার জাহান প্রিন্স। মতবিনিময়কালে খন্দকার মিজানুর রহমান খোকন বলেন,...
Developed by BDITHOST