
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকেল সাড়ে ৫টায় ৪নং ওয়ার্ডের ভেড়িপাড়া মোড়ে এদিনের ১ম পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর ৫নং ওয়ার্ডের কোর্ট স্টেশন মোড়ে ২য়, ৬নং ওয়ার্ডের বাকির মোড়ে ৩য় ও ৭নং ওয়ার্ডের চণ্ডীপুর প্লেসক্লাব মোড়ে ৪র্থ পথসভা করেন তিনি। নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় সর্বস্তরের জনসাধারণের ঢল নামে। এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে অবকাঠামো উন্নয়ন হয়েছে, রাস্তাগুলো চওড়া হয়েছে, সড়ক বিভাজকে ফুল ফোটে, ড্রেন...
Developed by BDITHOST