স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজিয়েট স্কুলে দুই অটিস্টিক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে। এই শিশুকে আইন অনুযায়ি যে বিশেষ সুবিধা না দিয়ে তাদের পরিবার কে মানসিক চাপে রাখা হয়েছে। স্কুল থেকে বলা হয়েছে ‘পাগল ছেলেকে নিয়ে যান বিশেষ স্কুলে ভর্তি করেন’। স্কুলের প্রধান শিক্ষককে এদের আইনি অধিকারের বিষয়ে বলা হলে তিনি উল্টো জানতে চান সাধারণ শিক্ষার্থীদের যেখানে ফেল করলে ফেল সেখানে তাদের কোন যুক্ততে উত্তির্ন দেখানো হবে? তিনি এ ক্ষেত্রে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের স্বাভাবিক সন্তানের উদাহরণ টানেন। যে শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাকে বিশেষ অনুরোধ করা সত্বেও উত্তির্ন করা হয় নি। পরে সে শিক্ষার্থী টিসি নিয়ে চলে যান। অটিস্টিক শিক্ষার্থীর পিতা সোনালী ব্যাংক কর্মকর্তা তহসীনূর রহমান রেজা বলেন, গত জানুয়ারি মাসে তিনি এ বিষয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদন দিতে যান। প্রধান...
Developed by BDITHOST