রাকিব হাসান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫ সেশন) ও উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজারো নবীন শিক্ষার্থীসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং রাজশাহী মহানগর শাখা সভাপতি মোহাম্মদ শামীম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরা শুধু ডিগ্রি অর্জন করবে না, ইসলামী মূল্যবোধে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ছাত্রশিবির সবসময় তোমাদের পাশে আছে। ক্যারিয়ার গঠনে দক্ষতা, নৈতিকতা ও আল্লাহভীতি অর্জন করতে হবে।”
প্রধান বক্তা সাদিক কায়েম নবীনদের উদ্দেশে বলেন, “চাকরি বা ব্যবসার পেছনে না ছুটে নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি অন্যদের জন্য চাকরি সৃষ্টি করতে পারো। পড়াশোনার পাশাপাশি দ্বীনি ইলম, দাওয়াহ ও সাংগঠনিক দক্ষতা অর্জন করলে তোমাদের ক্যারিয়ার হবে আলোকিত ও বরকতময়। ছাত্রজীবনই সেই সুযোগ।”
বিশেষ অতিথিদের মধ্যে মোস্তাকুর রহমান জাহিদ নবীনদের উচ্চশিক্ষা ও গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। ইব্রাহিম হোসেন রনি বলেন, “রাজশাহী কলেজ ছাত্র রাজনীতির ঐতিহ্যবাহী ঘাঁটি। এখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা সবসময় দেশে ইতিহাস সৃষ্টি করেছে। তোমরাও সেই ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর নায়েবে আমীর ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহী কলেজ ছাত্র রাজনীতির ঐতিহ্যবাহী ঘাঁটি। ক্যারিয়ার গঠনে দক্ষতা, নৈতিকতা ও আল্লাহভীতি অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শেষে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীরা জানায়, এ ধরনের ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ তাদের মনে নতুন উদ্দীপনা জাগিয়েছে।
