নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১:০৭। ১৫ মে, ২০২৫।

রাজশাহী কলেজ হোস্টেল ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

মে ১৪, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ হোস্টেলের অতিরিক্ত সিট ভাড়া কমানোর দাবিতে উত্তপ্ত মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার দিকে কলেজের মুল ফটকের সামনে মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীরা জানান, পূর্বে সিট ভাড়া ছিল ৫০০ টাকা, যা ৫ আগস্টের পর বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাত দেখিয়ে ৭০০ টাকা করা হয়। প্রশাসন সমস্যা সমাধানের পর ভাড়া কমানোর আশ্বাস দিলেও এখনো তা কার্যকর হয়নি।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজশাহীতে কর্মশালা

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বের বকেয়া বিলের দায় বর্তমান আবাসিক শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রিপেইড মিটার চালুর ফলে প্রতিমাসে একজন শিক্ষার্থীকে ১০০০ টাকার বেশি পরিশোধ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মানববন্ধনে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ২২ মে’র মধ্যে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবি জানান। উত্তপ্ত পরিস্থিতিতে কলেজ অধ্যক্ষ আলোচনার আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি কী পদক্ষেপ গ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।