নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৮:৫৯। ৯ নভেম্বর, ২০২৫।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

ডিসেম্বর ১১, ২০২৩ ১০:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম মনিরুল ইসলাম (৫২)। রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনিরুল। সোমবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মনিরুল মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মনিরুল মারা যান। বেলা ১১টায় তাকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন দাবি করেন, মনিরুলের স্বাভাবিক মৃত্যু হয়নি। তিনি মনিরুলের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেন।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মনিরুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তার মৃত্যুর ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।