
স্টাফ রিপোর্টার: অসুস্থ নন, কিন্তু থাকেন হাসপাতালে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এমন অনেক বন্দী থাকেন। টাকার বিনিময়ে ‘অসুস্থ হয়ে’ তারা থাকেন কারা হাসপাতালে। সেখানে আরাম-আয়েশে দিন কাটান। খাওয়া-দাওয়াও মেলে উন্নতমানের। অবৈধভাবে সুস্থ মানুষকে হাসপাতালের সুযোগ দিয়ে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন কারাগারের কতিপয় অসাধু কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্টভাবে এ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকে। হাসপাতালে থাকার ব্যবস্থা শুধুমাত্র অসুস্থ বন্দীদের জন্য। কারাগারের বিভিন্ন সেলের চেয়ে হাসপাতালে থাকলে বেশকিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন বন্দীরা। আর এই সুযোগটি পেতে অনেক বন্দী হাসপাতালে থাকার চেষ্টা করেন। তিনি অসুস্থ হন বা না হোক। বিশেষ করে হাজতিরা হাসপাতালে থাকার চেষ্টা করেন বেশি। তাদের এই সুবিধাটা পাইয়ে দেওয়ার জন্য...
Developed by BDITHOST