
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত রাজশাহী কেন্দ্রীয় কারাগার একটি দুইশত বর্ষী পুরাতন কারাগার। এ কারাগারে দৈনিক গড়ে ৩০০০ জন বন্দী আটক থাকে। তন্মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বন্দীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। রাজশাহীকে বলা হয় 'আমের দেশ'। কারাগারে থেকেও রাজশাহীর স্থানীয় বন্দীরা যাতে মৌসুমি এ ফলের স্বাদ থেকে কোনভাবেই বঞ্চিত না হন সেজন্য স্থানীয় কারা প্রশাসন কারাগারে আম খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান জেলার, ডেপুটি জেলার ও অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কারাগারে অন্তরীণ সকল বন্দীদের মাঝে ল্যাংড়া আম বিতরণ করা হয়। এছাড়া আমের স্বাদকে দ্বিগুণ করতে বন্দীদের মাঝে দুধও সরবরাহ করা হয়। কারা প্রশাসনের এ উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা অনেক খুশি। এছাড়া রাজশাহীর বন্দীদেরকে তাদের বাড়ির...
Developed by BDITHOST