
স্টাফ রিপোর্টার : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে কারা প্রশিক্ষণের সামনের সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর বন্দিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া কারাগরে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার এবং সমাজের ওপর মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেল সুপার তারেক কামাল এবং জেলার আমানুল্লাহসহ কারারক্ষি ও বন্দিরা। প্রসঙ্গত, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাসব্যাপি মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্যের কুফল সম্পর্কে কারাগারের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষি, বন্দি এবং দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে।
Developed by BDITHOST