
মোহাঃ আসলাম আলী, বাঘা : সেপ্টেম্বর মাসে রাজশাহী জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বাঘা থানা। একই সঙ্গে ডিআইজি ও এসপি'র পক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারে নেতৃত্বদানের জন্য বিশেষ সম্মাননা হিসেবে বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান কে আর্থিক পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে বাঘা থানার এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হককে ডিআইজি সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার এবং রেঞ্জের ও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বাঘা থানার এএসআই (নিঃ) আব্দুল মালেক কে আর্থিক পুরষ্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাজশাহী জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, নারী ও শিশু...
Developed by BDITHOST